২৮ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় খালের মাটি কেটে বিক্রি, জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঘোনাপাড়া টংকাবতী খাল থেকে মাটি কেটে বিক্রির অপরাধে মো: তারেক (২৬) নামের একজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ শাহজাহান।

দণ্ডিত তারেক আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল টংকাবাতি খালের মুখ থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, খাল থেকে মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। এসময় তারেক নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন