২৪ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় চুরি হওয়া টাকা উদ্ধার, আটক ১

চট্টগ্রামের লোহাগাড়ায় ফার্মেসীর তালা ভেঙে নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরির ঘটনায় নাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ১ লাখ ২১ হাজার টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।নাহিদুল ওই এলাকার আবুল হাশেমের ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গত ২৫ জুলাই দক্ষিণ শুকছড়ি স্টেশনে উজ্জল ফার্মেসির তালা ভেঙে নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ফার্মেসীর মালিক উজ্জল কান্তি নাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্তে নেমে পুলিশ নাহিদকে আটক কর৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির বিষয়টি স্বীকার করে। এসময় তার দেখানো তথ্য মতে নগদ টাকা ও চুরি টাকায় কেনা একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করে। এদিকে, আটককৃত নাহিদকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন