২৮ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

লোহাগাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া নয়াপাড়ার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার হাজী জালাল আহদের ছেলে আবছার (৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়া ইলিয়াস মেম্বার বাড়ির আবদুল কাদেরের ছেলে মো. জাবাইর (২৫)। অপরজন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে গাড়ি দেখার উদ্দেশ্যে সাতকানিয়ার কেরানিহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে কক্সবাজারমুখি মালবাহী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশগুলো উদ্ধার করে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাক চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন