চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের খানঁহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে রাখার দায়ে দুই ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ মে) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ উল্যাহ ।
তিনি জানান, আধুনগর খাঁনহাট বাজারস্থ অনুপম ফার্মেসি ও সৌদিয়া ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।