২৮ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়া উপজেলায় এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুলাই) গভীর রাতে উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া এলাকার আবদুল আলিমের পুত্র জাফর আলম (৪৫) এবং তার ছোট ভাই সৌদি প্রবাসী মুহাম্মদ ওসমানের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু।

ক্ষতিগ্রস্ত জাফরের স্ত্রী রুবি আকতার জানান, তিনি ও দেবরের স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন। তাদের বাড়িতে আর কেউ ছিলনা। রাত ২টায় বাড়ির ছাদের টিনের দরজা কেটে ঘরে প্রবেশ করে ৪-৫ জনের চুরের দল। রুমের দরজা জোরেশোরে ধাক্কা দিয়ে দেবরের স্ত্রী জান্নাতুল নাঈম ও তার (রুবি আক্তার) মোবাইল কেড়ে নেয়। রুবি আক্তার চিৎকার দিলে তারা তাকে চড়-ধাপ্পড় মারে। এসময় চুরের দল ২ রুমে ঢুকে ৭ ভরি স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা, দেবরের স্ত্রীর ৪ ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা, কম্বলসহ অন্যান্য মূল্যবান ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে যায়।

বাড়ির মালিক জাফর জানান, তিনি কক্সবাজারে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার ছোট ভাইয়েরা সৌদি আরেব থাকেন। তাদের বাড়িতে তার স্ত্রী এবং ছোট ভাই প্রবাসী ওসমানের স্ত্রী ছাড়া কেউ ছিলনা। চুরেরা তাদের বাড়ীর ছাদের টিন কেটে ঢুকে সবকিছু নিয়ে যায়। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৯ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এ বিষয়ে তারা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রিজোয়ানুল হক বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন