চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পিতা নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুর পাড় নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম একজন সিএনজি চালক। ঘটনার সময় তিনি ওই এলাকায় যাত্রী নিয়ে আসতে গিয়েছিলেন। যাত্রীদের আনতে গন্তব্যে পৌছার পথেই দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন।
বুধবার ভোরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়।
নিহতের ছেলে ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ জানান, আমি এখন ঘটনাস্থলেই আছি। এখানে প্রশাসনের লোক তদন্তে আসছেন। এলাকার লোকজন জানিয়েছেন ফজরের নামাজের আজান দেওয়ার আগে গুলির শব্দ শুনছেন তারা। আমার বাবার শরীরের পিছনে গুলির চিহ্ন আছে। তাছাড়া সিএনজি অটোরিকশায়ও চিহ্ন দেখা গেছে। আমি খুবই মর্মাহত তাই আমি বাকরুদ্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান জানান, আমি এই সন্ত্রাসীদের চিহ্নিত করে হত্যার দায়ে খুনিদের ফাঁসি দিয়ে বড়হাতিয়া তথা লোহাগাড়ায় সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য লোহাগাড়া প্রসাশন, সাতকানিয়া সার্কেল এবং চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নিকট অনুরোধ করছি। অন্যথায় বড়হাতিয়াসহ সারা দেশে সন্ত্রাসীরা আরো বড় ধরনের অরাজকতা সৃষ্টি করতে চিন্তাও করবেনা।
উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক জানান, নিহত নুরুল ইসলাম পেশায় একজন সিএনজি চালক। আমার জানামতে ওনি প্রায় সময় রাতে যাত্রী নিয়ে গাড়ি চালান। তিনি খুবই ভাল লোক। তার খুনীদের শীঘ্রই গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি জানাই।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বড়হাতিয়া ইউনিয়নের নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে। ঘটনার পর তার মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।













