২৪ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় পুকুরে ডুবে উম্মে সামুরা জাইমা নামে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকাল ৫ টার দিকে বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয় শিশু জাইমা ওই এলাকার দুবাই প্রবাসী জামাল উদ্দিনের এক মাত্র কন্যা।

জাইমার চাচা শহীদুল ইসলাম বাংলাধারাকে বলেন, ঘটনার দিন বিকালে জাইমার মা জেনি আকতার তার অসুস্থ শ্বশুরের সেবাই ব্যস্ত ছিল। এসময় শিশু জাইমা বাড়ির আঙিনায় খেলছিল।

খেলার কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পদুয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. লেয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাধাকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছোট্ট শিশু জাইমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন