চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুরাতন বাড়ির দেয়াল ভাঙার সময় ইটের আঘাতে আলী মিয়া (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদারঘোনা গ্রামের কবির ফকিরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলী মিয়া ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিস্ত্রী জানান, “সকালে প্রবাসী আনোয়ার হোসেনের নতুন নির্মাণাধীন বাড়িতে আমরা কয়েকজন শ্রমিক একসঙ্গে কাজ শুরু করি। আলী মিয়া পুরাতন একটি দেয়াল ভাঙছিলেন। হঠাৎ একটি ইটের অংশ তার বুকে পড়ে গেলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম খান বলেন, “দেয়াল ভাঙতে গিয়ে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, নির্মাণ কাজে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। নিহত আলী মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআরই/বাংলাধারা













