৩ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় প্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় স্ত্রী, শাশুড়ি ও শালিকা আটক

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়া উপজেলার পুটিবিলায় মনছুর আলী (২৭) প্রকাশ লেদু নামে এক প্রবাসীর মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার ঘটনায় স্ত্রী, শাশুড়ি ও শালিকাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নিহত মনছুর আলীর স্ত্রী রিনা আক্তার (২৩) শাশুড়ি ছায়েরা খাতুন (৪৭) ও রুমন্নান আক্তার (১৬)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

এর আগে, নিখোঁজের ১৪ দিনের মাথায় বেলা সাড়ে ১১টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের পুত্র ও ২ সন্তানের জনক বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শরিফুল ইসলাম পিপিএম বাংলাধাকে জানান, শ্বশুর বাড়ির লোকজনের সাথে প্রবাসী মনছুর আলীর আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত ২ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে পুটিবিলা ফকিরহাট (এমচরহাট) এলাকা থেকে অজ্ঞাতনামা ৪/৫ জন লোক সিএনজি যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় নিখোঁজ প্রবাসী মনছুর আলীর বোন বুলু আক্তার থানায় ডায়েরী করলে প্রবাসীকে উদ্ধার জন্য তদন্তে মাঠে নামেন পুলিশ।

তদন্তে প্রবাসী মনছুর আলীর স্ত্রী, শাশুড়ি ও শালিকাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রবাসী মনছুর আলীর লাশ মাটিচাপা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বাংলাধাকে বলেন, হত্যাকারীরা অপহরণের পর প্রবাসী মনছুর আলীকে হত্যা করে প্রহর চান্দা এলাকার পাহাড়ি টিলার পাশে নালায় মাটি চাপা দিয়ে পুতে রাখে।

মৃতদেহের মাথার ডান পাশে কাটা জখম রয়েছে। দুই কান, নাক, মুখ এবং থুতনি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে হত্যাকারীরা। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িত আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন :  নিখোঁজের ১৪দিন পর মাটিচাপা অবস্থায় মিলল প্রবাসীর মরদেহ

আরও পড়ুন