৫ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি—চার অটো রাইচ মিলকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় চার অটো রাইচ মিল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( ৫ জুলাই ) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারি হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, সরকারি বিধি লঙ্ঘন করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় পদুয়ায় বাহাদুর অটো রাইচ মিল, আল মক্কা অটো রাইচ মিল, আল ছাফা অটো রাইচ মিল, শাহজালাল অটো রাইচ মিলকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, একই দিনে উপজেলার পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এসময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়।

জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

আরও পড়ুন