৪ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় বজ্রপাতে মো. এরশাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বড়হাতিয়া দানেশ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

মো. এরশাদ একই এলাকার আবদুল আজিজের ছেলে।

বিষয়টি বাংলাধারাকে মুঠোফোনে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল আলম। তিনি বলেন, ঘটনারদিন দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয় সাথে বজ্রপাত হচ্ছিল।বৃষ্টি শুরু হলে শিশুটি পাশ্ববর্তী বিল থেকে গরু আনতে গিয়ে বাজ্রপাত তার গায়ে পড়ে আহত হয়। স্বজনরা আহতাবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ বলেন, বজ্রপাতে মো. এরশাদ নামের ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তার বাড়ি দানেশ সিকদার পাড়া।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন