লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ দোকানিকে সাড়ে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মার্চ) বিকেলে ইউনিয়নের তেওয়ারিহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। এ সময় দোকানিকে প্রয়োজনীয় নির্দেশনা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণাও চালানো হয়েছে।
অভিযানে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, বাহিনীর সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বিভিন্ন বাজারে মনিটরিং করা হচ্ছে।
তিনি আরো বলেন, অস্বাস্থ্যকর অবস্থায় ইফতার সামগ্রী তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।












