২৫ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়কের পাশ থেকে আকতার কামাল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (২ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকতার কামাল লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন বলে জানিয়েছে তার স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, গত ২৫ বছর ধরে আকতার কামাল মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিরকুমার এই ব্যক্তি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ থেকে জাঙ্গালিয়া পর্যন্ত এলাকায় ঘোরাঘুরি করতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন, আবার চলে যেতেন। পুলিশ মৃত্যুর খবর দিলে তারা গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

পুলিশ জানায়, মরদেহের শরীরের বেশ কিছু হাড় ভেঙে গেছে এবং মাথায় প্রচণ্ড আঘাত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিশ্চিত করেছেন, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন