চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের মগডাল থেকে রাজিব দত্ত (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৮ জুন ) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ার একটি গাছে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে।
নিহত রাজীব দত্ত সাতাকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কার্তিকের দোকান এলাকার অনিল দত্তের ছেলে।
চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জালাল বাংলাধারাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রাজিব দত্ত নামের ওই যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের ভগ্নিপতি লিটন দাশ জানান, গত মঙ্গলবার সকলে সাতকানিয়ার কেরানীহাট থেকে বড়হাতিয়ায় খালার বাড়িতে বেড়াতে যান রাজিব। আজ সকাল ৬ টার দিকে খবর পায় রাজিব ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে । খবর পেয়ে সকালে আমরা ছুটে গিয়ে দেখি গাছে ঝুলছে তার মরদেহ।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বাংলাধারাকে বলেন, সকালে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাজিবের লাশ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি আমাকে অবহিত করার পর আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। পরে থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।