২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

লোহাগাড়া প্রতিনিধি »

মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার নয়টি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, যুগ্ম আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, আ.লীগ নেতা এইচ এম গনি সম্রাট, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু, যুবলীগ সদস্য সাইফুল হাকিম, মিকরাজ উদ্দিন পিন্চু, কায়ছার শান্ত, নজরুল ইসলাম রুবেল, জাফর আহমেদ, সরওয়ার।

এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা শফিউল আজিম জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ফল, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়।একই সঙ্গে সবাইকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ