২৪ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় শিশু ছেলেকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ বছরের এক ছেলেকে যৌন হয়রানির অভিযোগে নুরুল ইসলাম (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) বিকেলে সাতকানিয়া পৌরসভা ছমদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ।

জানা যায়, গত ১১ মার্চ রাত পৌনে ১২টার দিকে লোহাগাড়ার আমিরাবাদ বটতলি মোটর স্টেশনে পানের কিলি কিনতে যায় গ্রেপ্তার নুরুল ইসলাম। দোকানে ওই শিশুকে একা দেখতে পেয়ে শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা করে। ভিকটিম অস্বস্তিবোধ করে পার্শ্ববর্তী নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেকে রক্ষা করে এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরপরই সটকে পড়েন গ্রেফতারকৃত ব্যক্তি।

ভিকটিমের বাবা আব্দুস সাত্তার বলেন, গত ১১ মার্চ রাতে আমার ছেলেকে ঈদের কেনাকাটা করে দেওয়ার জন্য ভাতিজা শেখ সরোয়ার্দীর মালিকানাধীন সোহা ডিপার্টমেন্টাল স্টোরে যায়। ওই দিন রাতেই ছেলেকে যৌন হয়রানি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ ভিডিও দেখে পরিচয় শনাক্ত করে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন বলেন, শিশুকে যৌন হয়রানির অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ভিডিও দেখে পরিচয় শনাক্ত করে সাতকানিয়া পৌরসভা ছমদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে দুবাই প্রবাসী নুরুল ইসলামকে শনিবার বিকেল তার বাড়ি থেকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নিয়াতন আইন-২০০০ (সংশোধিত-২০২০) ধারায় মামলা হয়েছে। রবিবার সকালে আদালতে পাঠানো হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন