৫ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় সাড়ে ৬হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- উপজেলার আমিরাবাদ সুখছড়ি ৮নং ওয়ার্ডের নুরুল কবিরের পুত্ তানভীরুল হাসান (২২) ও কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রবিচাঁদ পাড়ার নাজিম উদ্দিনের পুত্র মো. সাখাওয়াত হোসেন (১৯)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বাংলাধারাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ