লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ।
আটক মোহাম্মদ জালাল (৩৪) কক্সবাজার মোহাজের পাড়া এলাকার ইউসুফের পুত্র। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়।
এসময় তৈলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত থাকা অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি জালালকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।













