৭ নভেম্বর ২০২৫

লোহাগাড়ার প্রবাসী মনছুর হত্যাকাণ্ড, কিলিং মিশন প্রধান আইয়ুব আটক

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়া উপজেলার পুটিবিলায় প্রবাসী মনছুর আলী (২৭) প্রকাশ লেদু হত্যাকাণ্ডে কিলিং মিশনে নেতৃত্ব দেওয়া প্রধান মো. আইয়ুবকে (৩৬) আটক করেছে পুলিশ।

গতকাল (১৮ মার্চ) দিনগত রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ও এসআই শরীফুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একটি পুলিশি টিম বান্দরবান জেলার লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করে।

আইয়ুব আলী উপজেলার পুটিবিলা পহরচাঁন্দা পশ্চিম পাড়া মাহামুদুর রহমান প্রকাশ কালা ধনের পুত্র।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) শরিফুল ইসলাম পিপিএম বাংলাধাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসী মনছুর আলীর শাশুড়ি ছায়েরা খাতুন এক লাখ টাকার বিনিময়ে ভাড়াটি খুনীদের সাথে চুক্তি করেন।

আটককৃত আইয়ুব কিলিং মেশিনের প্রধান৷সে প্রবাসী মনছুর আলীকে খুন করে পাহাড়ে আত্মগোপন গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি পালাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

এর আগে, মামলার আরেক আসামি ছাবের আহমদ আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহারকৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত বুধবার (১৫ মার্চ ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের চট্টগ্রাম বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছেন প্রবাসী মুনছুর আলীর শাশুড়ি ছায়েরা খাতুন (৪৭)।

আরও পড়ুন :

লোহাগাড়ায় প্রবাসীর লাশ উদ্ধারের ঘটনায় স্ত্রী, শাশুড়ি ও শালিকা আটক

প্রবাসী মনছুর হত্যায় অংশ নেয় ৪ ভাড়াটে খুনি, হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘দা’ উদ্ধার

নিখোঁজের ১৪দিন পর মাটিচাপা অবস্থায় মিলল প্রবাসীর মরদেহ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ