২৫ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

লোহাগাড়া প্রতিনিধি »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আইয়ুব মিয়া, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া কর্মকর্তা তানবিরুল হাসান, প্রকৌশলী দিবাকর রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আকরাম হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিতাই চাকমা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেহ উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ বলেন, আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার, পতাকা উত্তোলনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে। আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, এবারে প্রোগ্রামে রচনা প্রতিযোগিতা ভার্চুয়াল সিস্টেমে হবে। একটা বিচারক গ্রুপ থাকবে। ফেইসবুক মেসেঞ্জারে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সকলকে উৎসাহিত করা হবে। প্রোগ্রামে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক পড়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন