চট্টগ্রামের লোহাগাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন রাশেদুল ইসলাম। বুধবার (১৯ জুলাই) সকালে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রাতে বিদায়ী ওসি আতিকুর রহমান নবাগত ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে , রাশেদুল ইসলাম পটিয়া থানা ও লোহাগাড়া থানায়ও পরিদর্শক তদন্ত হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার মহেশখালী উপজেলার কুতুবজুম এলাকায় ।
গত মার্চ মাসের মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাশেদুল ইসলাম জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন।
জানতে চাইলে লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বাংলাধারাকে বলেন , লোহাগাড়া থানাকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করা হবে আমার প্রথম লক্ষ্য। এছাড়াও সন্ত্রাস ও যারা দেশ বিরোধী কাজ চালাবে তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদান করার ব্যাপারে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। মানুষ নির্ভয়ে থানায় এসে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে। থানায় আসতে কোন মাধ্যম কিংবা দালালের প্রয়োজন হবে না।
ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মধ্য দিয়ে লোহাগড়াকে একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই । কেননা , এর আগেও লোহাগড়া থানায় ওসি তদন্ত হিসেবে কাজ করেছি । সকলের সহযোগিতা কামনা করছি।
এদিকে , ওসি রাশেদের যোগদানে খুশি এলাকার মানুষ। স্থানীয়রা বলছেন, জনবান্ধব এই ওসি রাশেদ অতীতে নিজ কর্মক্ষেত্রে সফলতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতেও তিনি সাধারণ নাগরিকদের শান্তি রক্ষায় কাজ করে যাবেন বলে তাদের প্রত্যাশা।