লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের দয়ার পাড়াস্থ বোয়ালিয়ার খালের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/এআর













