লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় আগুন লেগে তিন সহোদরের বাড়ি পুড়ে গেছে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার উত্তর আমিরবাদ সাট্টিলা পাড়ার হবিবুর রহমান, নুরুল কবির ও মাস্টার ফৌজুল কবিরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে নগদ টাকাসহ ক্ষয়-ক্ষয়তির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় ইউপি সদস্য মো. নেজাম উদ্দিন বাংলাধারাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা ইলিয়াস সানি বাংলাধারাকে জানান, হঠাৎ বসত বাড়িতে আগুন দেখে স্থানীয়রা চিৎকার করে । মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ঘর সম্পূর্ণরুপে পুড়ে যায়।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তরা পরনের কাপড় ছাড়া বাড়ি থেকে কিছুই বের করতে পারেনি। তাদের আকাশের নিচে থাকা ছাড়া তাদের মাথা আর কোনো ঠাঁই নেই। তিনি স্থানীয় প্রশাসনের কাছে মানবিক সাহায্য প্রত্যাশা করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান শফিউল আলম বাংলাধারাকে জানান, আগুণ লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ রিপোর্ট হাতে পেলে জানাবো ।













