২৪ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় আগুনে পুড়েছে বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়ার বড়হাতিয়া হাদুর পাহাড়ে একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে ওই এলাকার মাওলানা নুরুল হুদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে চার ভাইয়ের যৌথ বসবাস। বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় লোকজনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা হুমায়ুন বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। তাদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন