লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় আগামীকাল শুক্রবার এক মঞ্চে দেখা মিলবে তিন আওয়ামী লীগ নেতাকে। তারা হলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে।
২৬ আগস্ট (শুক্রবার) সকাল ৯টায় উপজেলার আমিরাবাদ রাজঘাটা রাজমহল কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মেজবানে এই তিন নেতাকে দেখা যাবে।
একই সাথে এক মঞ্চে বসবেন দক্ষিণের আরও দুই প্রভাবশালী নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
জানা যায়, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন ধরে তিন ধারায় বিভক্ত। এরমধ্যে একটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সমর্থক আরেকটি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের এবং অপরটি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর। ফলে এ উপজেলায় আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে একত্রে তিন নেতাকে দেখা যায় না। সর্বশেষ দীর্ঘদিন পর গত বছর উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভায় দক্ষিণের এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে এক মঞ্চে বসেন এই তিন নেতা। সববিভেদ ভুলে এই তিন নেতা আবারও এক মঞ্চে বসার খবরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে শুক্রবারের প্রোগ্রামের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা রাখছি আমন্ত্রিত সকল আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকবেন।













