২৯ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ১৩৪ পরীক্ষার্থী

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই উপজেলায় এসএসসি ও সমমানের ৫ হাজার ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১৩৪ জন অনুপস্থিত ছিল। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ জন, মাদ্রাসার ৩৫ জন এবং সমমানের ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি।

৭টি কেন্দ্রের মধ্যে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ জন, গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯ জন, মোস্তফা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬ জন, চুনতি মেহেরুন্নিছা উচ্চ বিদ্যালয়ে ১৯ জন, আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজে ২৪ জন। দাখিল পরীক্ষায় আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৫ জন এবং বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থী উপস্থিত ছিল।

এদিকে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, থানার ওসি মো. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন