২৬ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় খুরশিদা বেগম (৪৮) নামের এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) ভোর ৫ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় তার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খুরশিদা বেগম উপজেলার আধুনগর আখতারিয়া পাড়ার আবদুস শুক্কুরের স্ত্রী ও ৬ সন্তানের জননী।

নিহতের ভাগিনা মো. মোজ্জামেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, দীর্ঘদিন ধরে খুরশিদা বেগম মানসিক ভারসাম্যহীন ছিল। গত ১০-১২ দিন আগে পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় বাপের বাড়িতে চিকিৎসার জন্য যায়। সেখানে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন- এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে লোহাগাড়া থানার এস আই পার্থ সারথী হাওলাদার কে পাঠানো হয়েছে।নিহত ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন