লোহাগাড়া প্রতিনিধি »
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ক্যাটাগরির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষ হয়।
নির্বাচনে ৮ জন প্রার্থী অভিভাবক সদস্য হিসেবে প্রতিদ্বন্ধীতা করেছেন। এরমধ্যে সর্বোচ্চ ৪০০ ভোট পেয়ে প্রথম হয়েছেন ৭ নম্বর ব্যালটের প্রার্থী মো. নুরুল হুদা, দ্বিতীয় ৪ নম্বর ব্যালটের নজরুল হুদা ৩১৬ ভোট, তৃতীয় ৬ নম্বর ব্যালটের নেজাম উদ্দিন ৩১৫ ভোট এবং চতুর্থ ৫ নম্বর ব্যালটের মোহাম্মদ নুরুচ্ছাফা পেয়েছেন ৩০৭ ভোট। এ চারজন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি চারজন হলেন— ১ নম্বর ব্যালটের মো. আনোয়ারুল হক পেয়েছেন ২০৯ ভোট, ২ নম্বর ব্যালটের মো. আবরারুল হক মুকুট ২৫৯ ভোট, ৩ নম্বর ব্যালটের মো. এহছান ছিদ্দিকী ১৬৫ ভোট এবং ৮ নম্বর ব্যালটের শ্যামল সিকদার পেয়েছেন ১৮৫ ভোট। এরমধ্যে সংরক্ষিত মহিলা সদস্যপদে বিনাপ্রতিদ্বন্ধীতায় জয়লাভ করেন, মারিয়া বেগম।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়ন ছিলো পুলিশ এবং গ্রাম পুলিশের বিপুলসংখ্যক সদস্য। এদিকে, ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাফিকুল ইসলাম জামান এবং চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু।
জানা যায়, অত্র বিদ্যালয়ের ভোটার সংখ্যা ১২৭৬ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৮০ জন। নির্বাচিত অভিভাবক সদস্যের ভোটে নির্বাচিত হবে ম্যানেজিং কমিটির সভাপতি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।












