৩০ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান এলাকায় হানিফ পরিবহনের একটি এসি বাস এবং শ্যামলী পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি মিঠার দোকান এলাকার ঝুকিপূর্ণ বাকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের এসি বাসটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মকসুদ আহমেদ বলেন, দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেয়া হবে।

আরও পড়ুন