৩০ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় দু’দিনে গুঁড়িয়ে দেওয়া হলো ৭ ইটভাটা

লোহাগাড়া প্রতিনিধি  »

চট্টগ্রামের লোহাগাড়ায় টানা দু’দিনের অভিযানে সাতটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।গত সোমবার (২১ ডিসেম্বর) এবং মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে সাতটি ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো, চরম্বা মাইজবিলার এসবিএন ব্রিকস, এসএমবি ব্রিকস, মেসার্স সিবিএম, বার আউলিয়া কলেজ সংলগ্ন এলাকায় বিএবি ব্রিকস, পশ্চিম কলাউজানের কেবিকে ব্রিকস ও পিএসবি ব্রিকস ও চুনতি এলাকার সিবিএম ব্রিকস।একইসাথে চরম্বা মাইজবিলায় অবস্থিত এসবিএন ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়।

দু’দিনে এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুলল্লাহ নুরী, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।এছাড়াও ফায়ার সার্ভিস, র‌্যাব-৭ চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এরমধ্যে মঙ্গলবার চরম্বায় ৩টি এবং এরআগের দিন পদুয়ায় ১ টি, কলাউজানে ২টি ও চুনতি বনপুকুর এলাকায় ১ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন