২৬ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৬

লোহাগাড়া প্রতিনিধি »  

চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।রবিবার (১৭ মে) রাত সাড়ে নয়টায় নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জন।

জানা যায়, গত ১৩ মে নমুনা নিয়ে কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়।রবিবার নমুনা পরীক্ষার রিপোর্টে ৬ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

এদের মধ্যে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের ৫ জন, লোহাগাড়া মা-মণি হাসপাতালে ১জন। তিনজন মহিলা ৩ জন পুরুষ।লোহাগাড়া মা শিশু হাসপাতালের ৫ জনের মধ্যে ম্যানেজার মাহমুদুল হক প্রকাশ বাবু (৫৫), তার বাড়ি আমিরাবাদ দর্জি পাড়া। টেকনেশিয়ান জাহেদ (৩০), তার বাড়ি কুষ্টিয়া, তিনি ভাড়াটিয়া বাসায় থাকেন, সুপারভাইজার নজরুল ইসলাম(২৮), তার বাড়ি পদুয়া ঠাকুরদীঘি। বাকী ২জন মহিলা। তারা জোনাবীর পাড়াস্থ ভাড়াটিয়া বাসায় থাকেন। তারাও একই হাসপাতালে কর্মরত।অপরজন হাছিনা বেগম (৩২), লোহাগাড়া মা-মনি হাসপাতালের রিসিপশনে কর্মরত।তার বাড়ি পদুয়া ফরিয়াদেরকুল।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, নমুনা পরীক্ষায় রবিবারের রিপোর্টে ৬ জন করোনা পজেটিভ আসে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন