১১ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় পরীক্ষার হলে ফোন সঙ্গে রাখায় ১৪ পর্যবেক্ষকে অব্যাহতি

বাংলাধারা প্রতিবেদন »

এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিয়ম পরীক্ষার্থী কিংবা পর্যবেক্ষক কারও নেই। এরপরও চট্টগ্রামের লোহাগাড়ার দুটি পরীক্ষা কেন্দ্রের হল রুমে মোবাইল সঙ্গে রাখায় ১৪ পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) পরীক্ষা চালাকালীন সময়ে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সাত জন ও সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ জানান, পরীক্ষার হলে পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিয়ম নেই। কেন্দ্রে মোবাইলসহ দায়িত্ব পালন করায় দুই কেন্দ্রের ১৪ জন শিক্ষককে পর্যবেক্ষকের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ