লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে মো. কাফি নামে (৩ ) এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াই টার দিকে আঁধার মানিক ৯ নং ওয়ার্ড এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে সে মারা যায়।
নিহত শিশু ওই এলাকার জয়নাল আবেদীন সওদাগরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. জসীম উদ্দিন বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় হাফেজ জাহেদুল ইসলাম বাংরাধাকে জানান, বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। এ সময় শিশুটিকে উদ্ধার করে পল্লী ডাক্তারের কাছে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের ধারনা, খেলাধুলা করার এক পর্যায়ে কাফি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে মরদেহ ভেসে উঠে।













