বাংলাধারা প্রতিবেদন»
লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুসাঙ্গের পাড়ার একটি পুকুর থেকে জনি চন্দ্র দাশ (১৮) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১ টার দিকে মরদেহটি উদ্দার করা হয়।
জানা যায়, মৃত জনি স্থানীয় ধোপা পাড়ার সুনীল চন্দ্র দাশের ছেলে এবং মনুফকির হাট বাজারে ধোপার দোকান কাজ করতো।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জনি গত শনিবার রাত ৮টার দিকে মোবাইলে কল আসলে দোকান থেকে বের হয়ে যায়। এর পর আর বাড়িতে আসেনি। বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছে ভেবে কোথাও খোঁজাখুঁজি করেনি পরিবারের সদস্যরা। সোমবার (১১ অক্টোবর) তার মরদেহ কুসাঙ্গের পাড়ার পুকুরে ভাসতে দেখতে পেয়ে শিমুল নামের এক যুবক পরিবারের সদস্যদের জানায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, সোমবার দুপুর ১২টার দিকে বড়হাতিয়ার ইউনিয়নের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে জানায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস