২৪ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় পুলিশসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জন।এদের মধ্যে মৃত্যু ১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

জানা যায়, গত ২০ মে নমুনা নিয়ে কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়।বৃহস্পতিবার নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ১ জন মহিলা এবং ৬ জন পুরুষ।তাদের বাড়ি উপজেলার কলাউজান ও আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকায়।অপরজন লোহাগাড়া থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, গত ২০ মে তাদের নমুনা নিয়ে কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়েছিল এবং বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন