বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট গেট এলাকায় হানিফ পরিবহবহনের বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চালক-হেলপারসহ ৮ নারী-শিশু।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-লেগুনা চালক কুতুব উদ্দীন, হেলপার মো. আরফাত। অন্যান্যদের নাম জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক খাইর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছেন তিনি। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।
বাংলাধারা/এফএস/এআই













