২৯ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় ভয়বহ আগুন, ৫ দোকান পুড়ে ছাই

বাংলাধারা প্রতিবেদন »

লোহাগাড়া উপজেলায় বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার দরবেশ হাট রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, লোহাগাড়া উপজেলার দরবেশ হাটের রোডে বৈদ্যুতিক যোগলযোগ থেকে কয়েকটি দোকানে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে লিডার বটন বড়ুয়ার নেতৃত্বে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি আসে এবং সাড়ে ৪টার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে জানা যায়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন