২৬ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় মসজিদ থেকে ‘মেছো বাঘ’ উদ্ধার

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুমের পাশ থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে স্থানীয়রা প্রাণীটি উদ্ধার করে লোহাগাড়া সদর ইউনিয়নের আলাউদ্দিন পাড়ার বাসিন্দা আবদুল আজিজ বাড়িতে নিয়ে যায়।

প্রাণীটি অনেকটা বড় আকারের বিড়ালের মত দেখতে। উদ্ধারকৃত মেছো বাঘটি প্রায় দুই ফুট লম্বা বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ জানান, মসজিদের খাদেম মনজুর বাথরুমের পাশে প্রাণীটাকে দেখে আমাকে খবর দেয়।পরে সেখান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় মেছো বাঘটি উদ্ধার করে একটি খাচায় সংরক্ষণ করে বাড়িতে নিয়ে আসি।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা এটি এম গোলাম কিবরিয়া প্রাণীটি মেছো বিড়াল বলে চিহ্নিত করেন। তিনি বলেন, মেছো বিড়ালকে (Fishing Cat) অনেক এলাকায় মেছোবাঘ নামেও ডাকে। এর প্রকৃত নাম মেছো বিড়াল। প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন, ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রাণী প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করেছে আইইউসিএন। তাছাড়া বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ। প্রাণীটি আঘাত পেয়েছে কিনা সেটা পরীক্ষা করে চিকিৎসা দিয়ে অভয়ারন্যতে ছেড়ে দেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌসিফ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে উদ্ধারকৃত মেছো বাঘটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন