লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন আরও ৫১টি পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। একই সাথে প্রধানমন্ত্রী এই উপজেলাসহ আরও কিছু উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পর লোহাগাড়া উপজেলার ৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যানগণ।
প্রসঙ্গত, এরআগে কয়েকধাপে এ উপজেলায় আরও ৩৮৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। এবার শেষ ধাপে ৫১টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মধ্য দিয়ে লোহাগাড়াকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।













