৩ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আশঙ্কাজনক এক আরোহী

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মোটরসাইকেলের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জিসান (২২) নামে এক আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আমিরবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটর সাইকেলের পেছনে থাকা গুরুতর আহত কফিল উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত জিসান উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার ছরওয়ার আলমের পুত্র। সে স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল সাঈদী বাংলাধারাকে জানান, চট্টগ্রামমুখি শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছনে ধাক্কা দেয়। এতে জিসান ঘটনাস্থলে নিহত হন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান বাংলাধারাকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন