লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে ভাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) রাত ৮ টা থেকে পৃথকভাবে দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এছাড়া অভিযানে লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি ব্যতীত সকল দোকানপাট, মার্কেট, সুপারশপ, কাঁচাবাজার, হোটেল, অফিস, কমিউনিটি সেন্টার, ফিলিং স্টেশন, গ্যাস পাম্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আলোকসজ্জা, অপ্রয়োজনীয় বিলবোর্ড, সাইনবোর্ডের লাইট বন্ধে উপজেলা প্রশাসন এ অভিযান শুরু করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ জানান, সোমবার বিকেল থেকে সমগ্র উপজেলায় এ বিষয়ে মাইকিং করার পর রাত ৮ টার পরপরই পৃথকভাবে দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে কঠোরভাবে সতর্ক করা হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয়া হয়।
তিনি আরও বলেন, প্রশাসনের এই অভিযানে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।













