লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের নিচতালুক এলাকায় হাতির একটি পাল অবস্থান নিয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় স্থানীয় বাসিন্দারা হাতিগুলোকে দেখতে পায়।
এদিকে হাতির পালটি আশপাশের ফসলি জমিতে নেমে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বনবিভাগের লোকজন হাতিগুলোকে সরানোর চেষ্টা করতেছে।
ঘটনাস্থল থেকে মুঠোফোনে স্থানীয় বাসিন্দা তারেকুল ইসলাম তারেক বাংলাধারাকে বলেন, এখানে আশপাশে পাহাড় নেই। সম্ভবত পূর্ব দিকের পাহাড় থেকে হাতিগুলো এসেছে। এতদূর কিভাবে এলো সেটা বুঝতে পারছি না। এভাবে হাতি নামায় এলাকাবাসী আতঙ্কিত বলে জানান তিনি।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বাংলাধারাকে বলেন, খবর পেয়ে আমিসহ বন বিভাগের সশস্ত্র টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। মানুষ ও হাতির নিরাপত্তা দায়িত্বে কাজ করছি। আশা করছি, হাতির পালটি বনের দিকে তাড়িয়ে দিতে পারবো।