লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫২ তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের শেষ জুমার নামাজ আদায় করতে লাখো মুসল্লির ঢল নেমেছে।
শুক্রবার (২১ অক্টোবর) মাহফিলের ১৪ তম দিবসে সীরত ময়দানে দুপুর ২টায় বৃহত্তম শেষ জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিন দেশের জেলার উপজেলার লাখো মানুষ জুমার নামাজে অংশগ্রহণ করেন। সকাল থেকেই হাতে হাতে জায়নামাজ নিয়ে মুসল্লিরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর দূরান্ত থেকে আগত মুসল্লীর ভিড়। তাদের সঙ্গে যুক্ত হন শিশু-কিশোররাও। একপর্যায়ে ১৩ একর সীরত ময়দানের কানায় কানায় পূর্ণ হয়ে উঠে মানুষ। জুমার নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদে বায়তুল্লাহর খতিব মাওলানা সালাহউদ্দিন।
এর আগে বেলা ১১টা থেকে মাহফিলের প্রতিদিনের নিয়মানুসারে আগত মুসল্লিদের তবরুক খাওয়ানো হয়। এরপর পরই জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী সা. মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল শেষ হয়। তারই ধারাবাহিকতায় মাহফিলটি গত ৮ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।













