৩ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রমে মসজিদের রাস্তা সংস্কার

লোহাগাড়া প্রতিনিধি »

‘দশে মিলে করি কাজ হারি যিতি নাহি লাজ’ স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডাকবাংলো মসজিদ সংলগ্ন চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে পুকুরটির ভেঙে যাওয়া পাড় ও মসজিদ সংলগ্ন চলাচলের রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে দিয়েছেন এলাকাবাসী।

সোমবার (১ জুন) দুপুরে গিয়ে দেখা যায়, ডাকবাংলো এলাকাবাসীর একটি দল পুকুরের পাড় বাধার কাজ করছে। কাজকে ভাগ ভাগ করে কেউ আনছে মাটি আবার কয়েকজন মিলে করছে মাটিগুলো ভরাট আর মাটিতে বাঁশ পুঁতছে কয়েকজন। ছোটরা করছে বড়দের সহায়তা। এভাবেই এলাকাবাসী মসজিদের চলাচলের রাস্তা ও পুকুর পাড় সংস্কারের কাজটি স্বেচ্ছাশ্রমে সম্পন্ন করেন।

এলাকাবাসীরা জানান, পুকুরের পাড়টি ভেঙে মসজিদের দেয়াল পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় আসন্ন বর্ষায় মসজিদের দেয়াল ও পাশ্ববর্তী রাস্তার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য তারা এ উদ্যোগটি নিয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন