২৪ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় সড়কের উন্নয়ন কাজে ‘প্রভাবশালীদের’ বাধা, প্রতিবাদ এলাকাবাসীর

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরের পাল পাড়া সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

জানা যায়, আধুনগর বাজার থেকে পাল পাড়া, নুর মুহাম্মদ সিকদার পাড়া, লহিবর পাড়া, কাজির পাড়া, পেঠানের পাড়া, জান মুহাম্মদ সিকদার পাড়া হয়ে হাজি রাস্তা পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজে বাধা দেয় একটি প্রভাবশালী মহল।

বুধবার (২১ ফেব্রুয়াররি) সকাল ১১টায় আধুনগরের খাঁনহাটে মো. নুরুচ্ছফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

বক্তারা বলেন, আধুনগর বাজার থেকে পাল পাড়া, নুর মুহাম্মদ সিকদার পাড়া, লহিবর পাড়া, কাজির পাড়া, পেঠানের পাড়া, জান মুহাম্মদ সিকদার পাড়া হয়ে হাজি রাস্তা পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজে বাধা দেওয়ায় প্রতিবাদ জানিয়ে সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নের সুবিধার্থে সড়কের সম্মুখে সরকারি খাস জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন