৩০ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ ইমরান (২৬) নামের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উপজেলার চুনতি বাগান পাড়া শফিউল আলমের পুত্র প্রকাশ নেছারের ভাগিনা।

বুধবার (১ জুলাই) দুপর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এরআগে গত রোববার (২৮ জুন) রাত আনুমানিক ১২ টার সময় চুনতি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দু’পায়ে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন।

ইমরানের প্রতিবেশী সাইদুল হাসান শুভ বাংলাধারাকে বলেন, ইমরান সামান্য দৃষ্টি প্রতিবন্ধী এরপরও চোখে যা দেখতে পান সেটুকু দিয়ে গেল বছর এইচএসসি পরীক্ষা পর্যন্ত দিয়েছেন। রোববার রাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান।পরে পরিবারের লোকজন জানতে পারে উক্ত এলাকায় তাকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তার দু’টি পা ভেঙে যায়।

‘পরে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করতে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসে।কয়েকদিনের মধ্যেই তার দুপায়ে অস্ত্রোপচার করা হতো।কিন্তু সে মৃত্যুর কাছে হার মানলেন।’

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন