লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্প ট্রাক, সিএনজি এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক কন্যা শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিএনজি চালকসহ ৪ জন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুটিবিলা নুরুল হক চেয়ারম্যান ঘাটায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুটিবিলা গৌড়স্থান বেল্লা বর পাড়ার আবুল হাশেমের ছেলে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তাওহীদ (২০) এবং অপরজন সিএনজির যাত্রী উপজেলার আধুনগর হরিণা মাঝির পাড়ার রিদুওয়ানের কন্যা মরিয়ম জান্নাত (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এম চর হাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে পেছনে থাকা একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে সিএনজিটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশু মরিয়ম মারা যান। অপরদিকে ডাম্প ট্রাকটি ধাক্কা লেগে চলে যাওয়ার সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ বলেন, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।













