৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় ১২ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক আহত

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় ১২ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১ টার দিকে চুনতি বাজার এলাকায় যাত্রীবাহী মারছা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে মারছা পরিবহনের চালত মো. আবদুল মুজিব (৪২) গুরুতর আহত হন।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় দিকে একই মহাসড়কের চুনতি মিঠার দোকান এলাকায় মিনি ট্রাক- বাসে সংঘর্ষে চালক ও হেলপার আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার এএসই রহমান বাংলাধাকে জানান, সকালে চট্টগ্রামমুখি মারছা পরিবহনের সাথে বিপরীত মুখি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের আংশে দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনায় মারছা পরিবহন চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ