৯ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী সীরত মাহফিল শুরু ৮ অক্টোবর

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে সীরত কমিটি।

এসময় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সা. মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল শেষ হয়। তারই ধারাবাহিকতায় মাহফিলটি আগামী ৮ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর দিবাগত রাতে শেষ হবে।

মতবিনিময় সভায় সীরত কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে, জাহেদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসমাইল মানিক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, কাজী আরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ