১০ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি »

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাত ৮টার পরেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ২০ মামলায় ১৭ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

পৃথকভাবে দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এছাড়া অভিযানে লোহাগাড়া থানার পুলিশ সহযোগিতা করেন।

ইউএনও শরীফ উল্যাহ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মান্য করার জন্য ব্যাপক মাইকিং করা হয়। এরপরেও কিছু ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখেন। মঙ্গলবার বিভিন্ন এলাকায় এমন ২০ জন ব্যবসায়ীকে ১৭ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন